Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

“ইতিহাস পাল্টালে মানুষ আপনাদের ঘৃণাভরে প্রত্যাখ্যান করবেন” – মহুয়ার প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থীকে মমতার ‘রাজ’ তোপ

“ইতিহাস পাল্টালে মানুষ আপনাদের ঘৃণাভরে প্রত্যাখ্যান করবেন” – মহুয়ার প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থীকে মমতার ‘রাজ’ তোপ

কৃষ্ণনগর কেন্দ্রে এ বার সেখানকার রাজপরিবারের সদস্য অমৃতা রায়কে প্রার্থী করেছে বিজেপি। তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের বিরুদ্ধে লড়বেন তিনি। অমৃতাকে কৃষ্ণনগরের ‘রাজমাতা’ বলে প্রচার চালাচ্ছে বিজেপি। ধুবুলিয়ার সুকান্ত স্পোর্টিং ক্লাবের মাঠ থেকে রবিবার মমতা বলেন, ‘‘বিজেপি শুধু মিথ্যা কথা বলে। এখানে যিনি প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন, তাঁর ইতিহাস ঘাঁটলে কিন্তু ওরা বিপদে পড়বে।’’

কৃষ্ণনগর থেকেই রবিবার লোকসভা নির্বাচনের প্রচার শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর শুরুতেই অমৃতাকে আক্রমণ করতে ইতিহাস ঘাঁটলেন তিনি। অমৃতার নাম না করে মমতার আক্রমণ, ‘‘ওঁকে রাজমাতা বলা হচ্ছে। কিসের রাজমাতা ? কে রাজা ? আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। এখন তো সবাই প্রজা, রাজা বলে কেউ নেই। কেউ যদি রাজা থাকেন , তা হলে রাজপ্রাসাদে গিয়ে থাকুন। মানুষের কাছে মিথ্যার আশ্রয় নেবেন না। যদি নেন, তা হলে কিন্তু আমি ইতিহাসের পাতা ওল্টাব। ইতিহাসের পাতা ওল্টালে কিন্তু জায়গা পাবেন না। মানুষ আপনাদের ঘৃণাভরে প্রত্যাখ্যান করবেন।’’

বিজেপির উদ্দেশে মমতার হুঁশিয়ারি, ‘‘ইতিহাসের পাতা ওল্টালে কিন্তু বিপদে পড়ে যাবেন।’’ তিনি বলেন, ‘‘ইংরেজের সঙ্গে যখন যুদ্ধ চলছিল, লর্ড ক্লাইভের বন্ধু হয়ে দাঁড়িয়েছিলেন এক জন। বাংলার স্বাধীনতার যুদ্ধকে খতম করতে চেয়েছিলেন। সিরাজউদ্দৌলাকে বাংলার মানুষ সমর্থন করেন। মীরজাফরকে করেন না। সিরাজ ভাল কি খারাপ আমি তা নিয়ে আলোচনা করছি না। কিন্তু ক্লাইভের সেই বন্ধুর নাম টেনে এনেছে বিজেপি। মোদীবাবু কি ইতিহাস ভুলে গেলেন ?’’

The post “ইতিহাস পাল্টালে মানুষ আপনাদের ঘৃণাভরে প্রত্যাখ্যান করবেন” – মহুয়ার প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থীকে মমতার ‘রাজ’ তোপ first appeared on West Bengal News 24.



This post first appeared on Latest Bangla News For Today, please read the originial post: here

Share the post

“ইতিহাস পাল্টালে মানুষ আপনাদের ঘৃণাভরে প্রত্যাখ্যান করবেন” – মহুয়ার প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থীকে মমতার ‘রাজ’ তোপ

×